শেখ হাসিনার স্মৃতিতে নিজ পরিবারের সদস্যরা আপন দীপ্তিতে প্রোজ্জ্বল, চির ভাস্বর। কখনোই তাঁরা নন অতীত, বরং ইতিহাস। সত্যব্রত নিরলস মানবসেবীর সাদামাটা মূল্যায়ন করা যায় না। কেননা দেশ ও জাতির চরম ক্রান্তিকালের অন্যায়, অসত্যের বিরুদ্ধে নির্ভীকতায় দৃঢ়চেতা এক প্রতিবাদের প্রতীক-নারী তিনি। জীবনেও নিগ্রহের সূত্রপাত পাকিস্তানি আমলে হলেও শেষ নিগ্রহের ঘটনা আমাদের বাঙালি জাতির জন্যই এক ট্রাজেডি, […]