ফের আলোচনায় উঠে আসল সংখ্যালঘু উইগুর সম্প্রদায়ের ওপর চীন সরকার কর্তৃক নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি।বিশ্ব উইগুর কংগ্রেসের সভাপতি দোলকান ইসা সিএনএন-নিউজ১৮ এর সঙ্গে সাক্ষাতকারে বলেন, চীন সরকার পরিকল্পিতভাবে উইগুর সম্প্রদায়ের ওপর নির্যাতন চালাচ্ছে। বিভিন্নভাবে মুসলিম নিধনের কাজ করছে চীন, যা গণহত্যার সামিল।