করোনা নিয়ে নেই কোনো সুসংবাদ। প্রতিদিনই বাড়ছে মৃত আর আক্রান্তের সংখ্যা। চলছে নানা গবেষণা। তার মধ্যেই আরো ভয়ের খবর দিল চীনের ইউনিভার্সিটি অব হুনান-এর গবেষকরা।তারা জানিয়েছেন, করোনা ভাইরাস শুধু মানুষকেই নয়, সংক্রমিত করতে পারে বিড়াল, গরু, ছাগল, শূকরসহ কমপক্ষে ১০ রকমের প্রাণিকে। এর ফলে ঘুরেফিরে বার বার করোনায় সংক্রমিত হতে পারে মানুষ।